Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিতর্কের অবসান, রাখিকে বউ হিসেবে মান্যতা দিলেন আদিল! কী নামে ডাকলেন প্রকাশ্যে?
বিতর্কের অবসান, রাখিকে বউ হিসেবে মান্যতা দিলেন আদিল! কী নামে ডাকলেন প্রকাশ্যে?

হাজারও বিতর্কের পর রাখি সাওয়ান্তের সঙ্গে বিয়েকে মান্যতা দিলেন আদিল দুরানি খান। ১১ জানুয়ারি বুধবার সামনে এসেছিল রাখির বিয়ের ছবি। যদিও তা অভিনেত্রী নিজে শেয়ার করেননি। বরং তা ছড়িয়ে পড়েছিল হঠাৎই। এরপর বিকেলের দিকে বিয়েতে শিলমোহর দিয়ে পোস্ট আসে রাখির তরফে। আসে রেজিস্ট্রির সময়ের ছবি। আর সেখান থেকেই জানা যায়, বিয়ের পর নিজের নামও বদলে ফেলেছেন তিনি। রেখেছেন ফতিমা। তবে গোল বাঁধে যখন পরেরদিনই কেঁদে কেঁদে রাখি দাবি করেন, তাঁকে বউ হিসেবে মানছেন না আদিল। বিয়েকেও নাকি স্বীকৃতি দিচ্ছেন…

Read More