‘তোমার দাদুকে কখনও তুমি ডাকিনি’, নাতনিকে স্বামীকে সম্মান দেওয়ার পাঠ পড়ালেন জয়া
সময়ের সঙ্গে কি ভালোবাসার সংজ্ঞা বদলে গিয়েছে? আজকাল ডিভোর্সের সংখ্যা বাড়ছে, বিয়ের বদলে সহবাসেই অধিক স্বচ্ছন্দ জেন জেড। ভালোবাসার এই বদলে যাওয়া নিয়েই আলোচনা সারলেন বচ্চন পরিবারের তিন প্রজন্ম। বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা অভিনয় থেকে শত হাত দূরে, তবে এই স্টারকিডের জনপ্রিয়তা তুঙ্গে। তেমনই পপ্যুলার নভ্যার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্য়া’। নভ্য়া শো-এর অতি পরিচিত মুখ তাঁর মা শ্বেতা নন্দা এবং দিদিমা জয়া বচ্চন। ‘সম্পর্কে রেড ফ্ল্যাগ’ জয়ার কাছে কী? জানতে চায় নাতনি। ভালোবাসার রং যেমন লাল, তেমনি…