রানওয়ে থেকে মেঘের রাজ্যে, উড়োজাহাজ টানল মৃগের দল! তাজ্জব গোটা বিশ্ব
নয়াদিল্লি: অতিমারির প্রকোপ নিয়ে কেটেছে গত তিন বছর। নতুন বছরেও ফের ভয় ধরাতে শুরু করেছে রোগের বীজ। তার মধ্যে বড়দিন কিছুটা হলেও আশঙ্কা ভুলিয়ে, উৎসবের আমেজ এনেছে মনে। আর যাও বা কিন্তু কিন্তু ভাব ছিল মনে, কয়েক মুহূর্তের জন্য তা ভুলিয়ে দিল একটি ভিডিও, যাতে হরিণের দলকে উড়োজাহাজ টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে (United Arab Emirates)। শুধু রানওয়ে দিয়ে দৌড়ই নয়, আকাশপথে, মেঘের সাম্রাজ্য দিয়ে সান্তাক্লজকে গন্তব্যে পৌঁছে দেওয়ার মুহূর্তও মন জিতে নিয়েছে অনেকের (Viral Video)। আকাশপথে, মেঘের সাম্রাজ্য…