উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, ফের ‘রাত দখল’, মোমবাতি-প্ল্যাকার্ড-স্লোগানে চলছে মিছিল
ঐশী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ডুরান্ড ডার্বি ভেস্তে গেলেও আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আর জি করের বিচার চেয়ে যুবভারতীর সামনে জমায়েত করতে গিয়ে পুলিশের লাঠির ঘা খেতে হয়েছে ময়দানের তিন প্রধানের সমর্থকদের। প্রতিবাদে সরব হল যাদবপুর। এইট বি-তে রাস্তায় ফুটবল খেলে প্রতীকী প্রতিবাদ মোহনবাগান-ইস্টবেঙ্গলের সমর্থকদের। মানব বন্ধন তৈরি করেছেন ফুটবল সমর্থকরা। যুযুধান প্রতিপক্ষ দুই দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সচরাচর একত্রিত হতে দেখা যায় না তাদের। তবে আজ তারা একদলে পরিণত হয়েছে। রাজপথে খেলা হচ্ছে প্রতীকী ফুটবল। স্লোগান…

