Zakir Hussain Passes Away: প্রয়াত মায়েস্ত্রো! তাল থামল জাকিরের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হঠাত্-ই ইন্দ্রপতন! প্রয়াত তবলার যাদুকর জাকির হুসেন। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিত্সা চলছিল আইসিইউতে। কিন্তু শেষরক্ষা হল না। ৭৩ বছরেই থেমে গেল জীবনের পথচলা। সঙ্গীত জগতের নক্ষত্র বললেও বোধ হয় কম বলা হবে। উস্তাদ জাকির হুসেনকে চেনেন না বা তাঁর নাম শোনেননি, এমন মানুষ খুবই কম। সেই জাকিরই গুরুতর অসুস্থ! রবিবার বিকেলে প্রথম সেই খবর জানান শিল্পীর শ্য়ালক আয়ূব আউলিয়া। অনুরাগীদের প্রার্থনা করতে বলেন তিনি। এক্স হ্যান্ডেলে বিবিসির সাংবাদিক পারভেজ…

