হিন্দু, মুসলিম, শিখ, পার্সি নয়…পরিচয় ভারতীয়, দেশনায়কদের নিয়ে বিশেষ পোস্ট অমিতাভের
মুম্বই: প্রাপ্তির নিরিখে ঝুলি উপচে পড়ছে কারও। ২০২৪ সাল আবার অনেকের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। নতুন বছরে সেই পাওয়া-হারানোর হিসেব করতে বসলেন অমিতাভ বচ্চন? গভীর রাতে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। বিশেষ করে তিনি যে বার্তা লিখেছেন, তা যথেষ্ট অর্থবহ বলেও মনে করছেন অনুরাগীরা। (Amitabh Bachchan) ২০২৪ সালে রাজনীতি থেক শিল্পজগৎ, চলচ্চিত্র থেকে সঙ্গীত জগতের তাবড় নক্ষত্রকে হারিয়েছি আমরা। বিভিন্ন ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেন তাঁরা। নতুন বছরে তাঁদেরই স্মরণ করলেন অমিতাভ।…




