Zubeen Garg Last Film: ‘আরেকটু অপেক্ষা করো…’, মৃত্যুর ৪ দিন আগে হাতে লেখা জ়ুবিনের সেই চিঠিই প্রকাশ্যে আনলেন স্ত্রী গরিমা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৯ সেপ্টেম্বর আচমকাই প্রয়াত হন অসমের কালচারাল আইকন জ়ুবিন গর্গ (Zubeen Garg)। মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে অসমের ঘরে ঘরে। প্রিয় তারকার চলে যাওয়া বিশ্বজুড়ে সব সংগীতপ্রেমীদের কাছেই হয়ে ওঠে ব্যক্তিগত শোক। সেই শোকে ভাসেন আপামর অসমবাসী। প্রায় এক মাস কেটে গেলেও এখনও শোকস্তব্ধ অসম। এরই মাঝে ৩১ অক্টোবর মুক্তি পেল তাঁর শেষ কাজ, মিউজিক্যাল ড্রামা ফিল্ম ‘রয় রয় বিনালী’ (Roi Roi Binale)। ভারতের ৪৬টি শহরে মুক্তি পেয়েছে এই ছবি। অসমের ৯১…

