Russia : ২৫ বছরের কম বয়সে মা হলেই ৮১ হাজার টাকা ! রাশিয়ার শহরে বড় ঘোষণা
সুস্থ সন্তান জন্ম দিলেই হাতে বিরাট অঙ্কের টাকা। বয়স হতে হবে ২৫ এর কম। কম বয়সে মা হলেই এমন পুরস্কার দেবে প্রশাসন ! না ভারতে নয়। এমন প্রস্তাব দেওয়া হচ্ছে রাশিয়ার একটি শহরে। হাল আমলে চিন এবং জাপানও দেশের জনসংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। তারই মাঝে রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধি করার চেষ্টায় এই পদক্ষেপ করল রাশিয়ার এক শহর। দ্য মস্কো টাইমস এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শুধু মা হলেই হবে না। আরও কতকগুলি শর্ত রয়েছে টাকা পাওয়ার ক্ষেত্রে। সেগুলি মিলে গেলেই…



