মহিলা ইন্সপেক্টরকে পাথর ছুঁড়ে পিটিয়ে মার বালি মাফিয়াদের, তুলকালাম
রাঁচি: বিহারে বালিকে ‘হলুদ সোনা’ বলা হয়৷ আর সেই ‘হলুদ সোনা’ দিয়ে কামাই ও হয় মোটা৷ নিজেদের কোটি কোটি টাকার রোজগারের যোগান যাতে থাকে তার জন্য বালি মাফিয়ারা কোনও কিছু করতেই পিছপা হন না৷ এই বালি মাফিয়াদের কুকীর্তির কথা ফের একবার প্রকাশ্যে এসেছে একটি ভাইরাল ভিডিও-র সুবাদে৷ পটনার বিহটা থানা এলাকার পরেব গ্রামে এই ঘটনা৷ সেখানে লরিতে বালি ওভারলোডিংয় চেকিং করা হয়েছিল৷ ট্রাক চালক এবং বালি মাফিয়াদের নিয়ে ইন্সপেক্টর মহিলা ও তাঁর সাঙ্গপাঙ্গদের ইঁট পাথর ছুঁড়ে রাস্তায় দৌড়াদৌড়ি করায়৷…