ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছেন? শান্তিপুর কলেজে পড়ানো হচ্ছে এইসব বিষয়
নদিয়া: গ্র্যাজুয়েশনের পরে আইআইটি জেএএম(JAM) এবং জেইএসটি(JEST) পরীক্ষা দিতে হয় আর সেই পরীক্ষাতেই শান্তিপুর কলেজের পদার্থবিদ্যার বিভাগ থেকে এই বছর ছয় জন ছাত্র সুযোগ পেয়েছেন বিভিন্ন প্রিমিয়ার ইনস্টিটিউটে। ঋষি দাস স্থান পেয়েছেন আইআইটি দিল্লিতে, সুমন পাল পেয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স ব্যাঙ্গালোরে এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে, সুব্রত সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে চান্স পেয়েছে, রামেশ্বর মন্ডল চান্স পেয়েছে টি আই এফ আর হায়দ্রাবাদে, রানা সাধুখাঁ পেয়েছেন আই আই টি কানপুর এবং রাহুল মৈত্র চান্স পেয়েছে এনআইটি…

)