356 Death Sentences: রোজ প্রায় ১টি করে মৃত্যুদণ্ড? অবিশ্বাস্য! ৩৫৬ ‘ডেথ সেনটেন্সে’ মাথা ঘুরল সারা বিশ্বের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গড়ে প্রায় প্রতিদিন ১টি করে মৃত্যুদণ্ড! ২০২৫ সালে সৌদি আরবে ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড (356 executions in 2025) দেওয়া হয়েছে। এর মাধ্যমে এক বছরে মৃত্যুদণ্ডের নতুন রেকর্ড তৈরি করল সৌদি (Saudi Arabia)। সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে চালু হওয়া মাদকবিরোধী যুদ্ধের সঙ্গে মৃত্যুদণ্ডের সম্পর্ক রয়েছে। মাদকবিরোধী অভিযানে (drug crackdown) অনেককে গ্রেফতার করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শুধু মাদকসংক্রান্ত মামলাতেই ২৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ…

