স্কুলে একজন মাত্র শিক্ষক, পড়াতেও আসেন না! মারাত্মক অভিযোগ বাঁকুড়ার গ্রামে
বাঁকুড়া: সিহিকা সাঁওতাল জুনিয়র হাই স্কুল। ২০১৪-১৫ সালে তৈরি করা স্কুল বিল্ডিং যেন খাঁ খাঁ করছে। স্কুল বিল্ডিংয়ের কক্ষগুলিতে যেখানে ছাত্র-ছাত্রীদের দাপিয়ে বেড়ানোর কথা সেখানে পড়ে রয়েছে নোংরা আবর্জনা। ভগ্নপ্রায় জানালা-দরজা, নেই বসার জন্য বেঞ্চ পর্যন্ত। ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য লাগানো সাবমারসিবল পাম্প আজ কোথায় তা কেউ জানে না। বিদ্যুৎ ওয়্যারিং উধাও হয়ে গিয়েছে চোখের অগোচরে। স্কুলের দায়িত্বে রয়েছেন একজন মাত্র শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, অনিয়মিত ভাবে বিদ্যালয়ে আসেন শিক্ষক এবং শিক্ষকের অভাবেই নাকি প্রায় শতাধিক সাঁওতাল পড়ুয়া নিজের গ্রাম ছেড়ে…