চিনের থেকে পাঁচগুণ বেশি স্কুল রয়েছে ভারতে, জানাল নীতি আয়োগের রিপোর্ট
ভারতের স্কুল শিক্ষা নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট বেশ করেছে নীতি আয়োগ। তাতেই দেখা গেল, চিনের থেকে প্রায় পাঁচগুণ বেশি সংখ্যক স্কুল রয়েছে এদেশে। এদিকে স্কুলে ভরতি হওয়া পড়ুয়ার সংখ্যা দুই দেশেই প্রায় সমান। এদিকে সম্প্রতি চিনের স্কুল নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স। সেই প্রতিবেদন অনুযায়ী, নিয়মের কড়াকড়ির জন্যে চিনের বহু বেসরকারি বা আন্তর্জাতিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বা অন্য স্কুলের সঙ্গে মিশে যাচ্ছে। এদিকে চিনের ধীর গতির অর্থনীতি, বিদেশ পড়ুয়ার ঘাটতিও সেদেশের স্কুল শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত…