গরমের ছুটির জের! ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুলের পরীক্ষা পিছিয়ে দিল পর্ষদ

গরমের ছুটির জের! ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুলের পরীক্ষা পিছিয়ে দিল পর্ষদ

#কলকাতা: গরমের ছুটির জেরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল পরীক্ষা পিছিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম পর্যায়ের পরীক্ষা ৬ জুলাই-এর মধ্যেই শেষ করতে হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ৮ সেপ্টেম্বর-এর মধ্যে শেষ করতে হবে। তৃতীয় পর্যায়ের পরীক্ষা ৭ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। পিছিয়ে গেল মাধ্যমিকে ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষা নেওয়ার সময় সীমাও। স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলগুলির পরীক্ষা প্রায় একমাস করে পিছিয়ে গেল।

এমনিতেই ক্রমাগত তাপপ্রবাহের কারণে গরমের ছুটি প্রথম পর্বে কিছুটা বাড়িয়েছিল রাজ্য সরকার। তার পর ফের আরও এক বার ছুটির সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। সেই কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি স্কুলের নিজস্ব প্রশ্নপত্র তৈরি করতে হবে। সেই প্রশ্নের উপরে নিজের নাম লিখে রাখতে হবে। কী ভাবে প্রশ্নপত্র তৈরি করতে হবে, তার বিস্তারিত নির্দেশিকা স্কুলের প্রধানদের পাঠিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। পাশাপাশি বলা হয়েছে পুরো সিলেবাসির ভিত্তিতেই এই শ্রেণিগুলির পরীক্ষা হবে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Uddalak B

(Source: news18.com)