ফিরল স্ক্রাব টাইফাসের আতঙ্ক, কলকাতাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা
কলকাতা: নাইরোবি ফ্লাইয়ের সঙ্গে ফিরল স্ক্রাব টাইফাসের আতঙ্ক। কলকাতাতেও স্ক্রাব টাইফাসে (Scrub Typhus) বেশ কয়েকজন আক্রান্ত। পার্ক সার্কাসের (Park Circus) শিশু হাসপাতালে ৩ সপ্তাহে ১০জন ভর্তি। যোধপুর পার্কের এক শিশুও স্ক্রাব টাইফাসে আক্রান্ত। অবস্থার অবনতি হওয়ায় দেওয়া হয় ভেন্টিলেশনে। স্ক্রাব টাইফাসের আক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর। বাড়তি আইজিএম (IGM) কিট কেনার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। ৪৪টি সরকারি হাসপাতালের ল্যাবে বাড়তি কিট পাঠানোর সিদ্ধান্ত। এই রোগের মূল লক্ষণগুলি কী কী? সাধারণ জ্বরের মতোই এই রোগেও যে…