‘শো-কজের জবাব না দিয়ে চরিত্র হননের চেষ্টা’, হিন্ডেনবার্গের দাবি নিয়ে কী বললেন মাধবী ?
নয়াদিল্লি : Hindenburg Research-এর নতুন দাবি ঘিরে জাতীয় রাজনীতিতে ফের শোরগোল পড়ে গেছে। আমেরিকার এই শেয়ার বিশ্লেষক সংস্থা তাদের নতুন রিপোর্টে কাঠগড়ায় তুলেছে SEBI-র চেয়ারপার্সন মাধবী পুরী বুচ ও তাঁর স্বামীকে। আদানিদের বিরুদ্ধে যে আর্থিক জালিয়াতির অভিযোগ ছিল, সেই অফশোর সংস্থায় স্টেক ছিল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ ব্যুরো অফ ইন্ডিয়া বা Sebi-র চেয়ারপার্সন ও তাঁর স্বামী ধবল বুচের। এমনই দাবি করেছে হিন্ডেনবার্গ। এবার তাদের পাল্টা জবাব দিলেন সেবির চেয়ারপার্সন। ভারতে নিয়ম লঙ্ঘন-সংক্রান্ত তাঁদের শো-কজ নোটিসের উত্তর দেওয়ার পরিবর্তে সেবির চেয়ারপার্সনের…