‘দেশের স্টক মার্কেটে ঝুঁকি’, একযোগে মোদি-আদানি-সেবির চেয়ারপার্সনকে নিশানা রাহুলের
নয়াদিল্লি : আমেরিকার শেয়ার বিশ্লেষক সংস্থা Hindenburg Research-এর রিপোর্ট সামনে আসার পর একাধিক প্রশ্ন তুলে এবার সরব হলেন লোকসভা বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ‘দেশের স্টক মার্কেটে ঝুঁকি’ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এর পাশাপাশি হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর কেন এখন SEBI-র চেয়ারপার্সন মাধবী পুরী বুচ ইস্তফা দেননি, সেই নিয়েও প্রশ্ন তোলেন। এর পাশাপাশি এই ইস্যুতে একযোগে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৌতম আদানিকেও। আদানি গ্রুপ নিয়ে রিপোর্ট প্রকাশের ১৮ মাস পর গতকাল ফের…