‘নির্বাচিত সরকার ফেলে দেওয়া গণতন্ত্র বিরোধী’, শান্তনু–সুকান্ত লাইনে অমত দিলীপ
পঞ্চায়েত নির্বাচনে গোহারা হেরে যাওয়ার পর বিজেপির নেতা–মন্ত্রীরা রাজ্যের সরকার ফেলে দিতে মরিয়া। শুভেন্দু অধিকারীর ৩৫৫ ধারার থিওরি থেকে শুরু করে সুকান্ত মজুমদার–শান্তনু ঠাকুরের পাঁচ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়ার নিদানে এখন রাজ্য–রাজনীতি তোলপাড়। ইতিমধ্যেই তাঁরা পাঁচ মাসের উল্লেখ করে কার্যত ডিসেম্বর ডেডলাইন দিয়েছেন। তৃণমূল কংগ্রেস এসব মন্তব্যকে ‘আষাঢ়ে গল্প’ বলে ব্যাখ্যা করেছেন। আর এই আবহে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারের দেওয়া লাইনের বাইরে গিয়ে হাঁটলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষের অন্য লাইনে হাঁটা নিয়ে এখন…