বন্দুক হাতে সলমনের বাড়ির সামনে শার্প শ্যুটার, অল্পের জন্য প্রাণে বাঁচেন ভাইজান!
কেউ তাঁকে ফোন করে হুমকি দেয়নি প্রাণে মারবার, কারুর সঙ্গে তাঁর শক্রুতা নেই মুম্বই পুলিশকে দেওয়া বয়ানে এমনটা জানিয়েছেন সলমন খান। তবে ভাইজানের সুরক্ষায় কোনও খামতি রাখছে না মুম্বই পুলিশ। শুধু প্রাণে মারার হুমকি চিঠিই নয়, শার্প শ্যুটার দিয়ে অভিনেতাকে মেরে ফেলবার ছক কষেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, এমনটাই উঠে এল তদন্তে। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের মামলায় অন্যতম অভিযুক্ত লরেন্স বিষ্ণোই, আপতত তিহার জেলে বন্দি সে। কিন্তু তাতে কী! জেলে বসেই অন্ধকার দুনিয়ার রাজপাট চালাচ্ছে সে। এই গ্যাংয়ের…