শুটিং বিশ্বকাপে সোনা ভারতের অর্জুন বাবুতার
চ্যাংওয়ান: দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হচ্ছে আইএসএসএফ শুটিং বিশ্বকাপ (ISSF Shooting World Cup 2022)। আর সেখানেই ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন ভারতের অর্জুন বাবুতা (Arjun Babuta)। আমেরিকার লুকাস কোজেনেস্কিকে ১৭-৯ ব্যবধানে হারিয়ে দেন ভারতের এই তরুণ শুটার। অর্জুন ছাড়াও ফাইনালে ওঠা আরেক ভারতীয় পার্থ মাখিজা চতুর্থ স্থান অধিকার করেছেন। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারও নিজের ফেসবুক পেজে এই খবরটি জানিয়েছেন। অর্জুন ও পার্থকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন ২০১২ লন্ডন অলিম্পিক্সে অংশ নেওয়া জয়দীপ। এর আগের রবিবার এই ২ ভারতীয় ফাইনালে…

