বিজ্ঞানীর বারণ! দূষণ নিয়ন্ত্রণে স্মোগ টাওয়ার বসানোর পরিকল্পনা বাতিল KMC-র
শহরের দূষণ নিয়ন্ত্রণে স্মোগ টাওয়ার বসানোর পরিকল্পনা করেছিল কলকাতা পুরসভা। কিন্তু বোস ইনস্টিটিউটের এক বিজ্ঞানীর পরামর্শে এই ধরনের টাওয়ার বসানোর পরিকল্পনা তারা বাতিল করেছে। বোস ইনস্টিটিউয়ের বিজ্ঞানী অভিজিৎ চট্টোপাধ্যায় এই টাওয়ার বসানোর পকিল্পনা বাতিল করতে বলেন। তাঁর কথায়,’আমার কানে আসে শহরে প্রাথমিক ভাবে একটি স্মোগ টাওয়ার বসানো হবে। এই খবর জানাতে পেরেই আমি কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করি। এর আগে একটি প্রকল্পের কাজে আমি কলকাতা পুরসভা সঙ্গে যুক্ত ছিলাম। আমার পরামর্শ শুনে পুরসভা স্মোগ টাওয়ার বসানোর পরিকল্পনা বাতিল করে।’…