ফাইভে বাবা, এইটে ভাইকে হারানোর চরম শোক, তারপরেও অভাবনীয় সাফল্য জগদীশের!
জয়পুর: আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী। তার সঙ্গেই জীবনে নেমে এসেছিল কাছের মানুষদের হারানোর যন্ত্রণাও। এই প্রতিকূল পরিস্থিতিতেও মাথা নোয়াননি মা-ছেলে। কঠোর পরিশ্রম করে ছেলেকে মানুষ করেন মা। মায়ের সেই কঠোর শ্রম আর ছেলের কঠিন অধ্যবসায়ের ফল আজ মিলেছে হাতেনাতে। অবশেষে কলেজে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন ছেলে। আজ রাজস্থানের নাগৌরের জগদীশ রাম জিঞ্জার মুখ থেকেই শুনে নেওয়া যাক তাঁর সাফল্যের গল্প। পঞ্চম শ্রেণীতে পড়াকালীন বাবাকে হারিয়েছিলেন জগদীশ। এর পর অষ্টম শ্রেণীতে হারিয়েছিলেন ভাইকেও। জগদীশের কথায়, “বাবা ও ভাইকে হারানোর…