Oscars 2023 Live Streaming: অস্কার ২০২৩, কখন আর কোথায় সরাসরি দেখতে পাবেন ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড?
Oscars 2023, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসতে চলেছে অস্কার ২০২৩-এর আসর। ভারতীয় সময় অনুযায়ী ১৩ মার্চ সোমবার সকালে সারা ভারতের সিনেমাপ্রেমীরা চোখ রাখবেন অস্কারের মঞ্চে। সত্যজিৎ রায়ের পর ফের কোনও বাঙালি পরিচালক জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে অস্কারে। বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে ‘অল দ্যাট ব্রিদস’। দিল্লির প্রেক্ষাপটে তৈরি এই ডকুমেন্টারি। এই ডকুমেন্টারির পরিচালক শৌণক সেন। এর পাশাপাশি ইতিহাস রচনা করেছে এস এস রাজামৌলির ছবি আরআরআর। গোল্ডেন…