Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
এল না বছরের প্রথম খেতাব, সিন্ধু উড়ে গেলেন স্পেন মাস্টার্সের ফাইনালে
এল না বছরের প্রথম খেতাব, সিন্ধু উড়ে গেলেন স্পেন মাস্টার্সের ফাইনালে

মাত্র একধাপ পার করলেই ইতিহাস তৈরি করতে পারতেন পিভি সিন্ধু। কিন্তু তা আর হল না। ফের ফাইনালে হারতে হল ভারতীয় শাটলারকে। স্পেন মাস্টার্সের ফাইনাল থেকে বিদায় নিতে হল পিভি সিন্ধুকে। একেবারে কাছে এসেও খেতাব নিতে পারলেন না তিনি। বছরের প্রথম খেতাবের কাছে এসেও ফিরে আসতে হল তাঁকে। এদিন স্পেন মাস্টার্সের ফাইনালে মুখোমুখি হয় পিভি সিন্ধু এবং ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া তুনজুং। আর সেই ম্য়াচে বিপক্ষের কাছে দাঁড়াতেই পারলেন না সিন্ধু। ভারতীয় শাটলারকে নিয়ে কার্যত ছেলে খেলা করলেন তিনি। ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া তুনজুংয়ের…

Read More