রেকর্ড অর্থে বিক্রি আইপিএলের সম্প্রচার স্বত্ব, রঞ্জি সেমিফাইনালে মঙ্গলবার নামছে বাংলা
কলকাতা: কেমন কাটল খেলাধূলার ময়দানে দিনটি। রেকর্ড অর্থে বিক্রি জল্পনার অবসান হল। বিরাট অঙ্কে বিক্রি হল আইপিএলের (IPL Media Rights) সম্প্রচার স্বত্ব। টিভি ও ডিজিট্যাল, দুই আলাদা মঞ্চের জন্য আলাদা দুই সংস্থার হাতে গেল সম্প্রচার স্বত্ব। কারা পেল আইপিএলের সম্প্রচার স্বত্ব? ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র টিভি স্বত্ব বিক্রি হল ২৩ হাজার ৫৭৫ কোটি টাকার বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে। সেই স্বত্ব পেল ডিজনি স্টার। আর ডিজিট্যাল স্বত্ব পেল ভায়াকম ১৮। ২০ হাজার ৫০০ কোটি টাকার বিনিময়ে এই স্বত্ব পেয়েছে তারা। সব…