Sreemoyee-Kanchan: জন্মদিনে কাঞ্চনের সঙ্গে কেক কাটলেন শ্রীময়ী, পোশাকেও রঙমিলান্তি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার ছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের(Sreemoyee Chattoraj) জন্মদিন। এবারের জন্মদিনটা শহর থেকে দূরে কাটালেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর কাছের মানুষেরা। নায়িকা তাঁর হোয়াটস অ্যাপ স্টোরিতে শেয়ার করেছেন কেক কাটার ভিডিও। সেখানেই একসঙ্গে দেখা গেল শ্রীময়ী ও কাঞ্চন মল্লিককে(Kanchan Mallick)। লাল রঙের গাউনে সেজেছেন শ্রীময়ী। বার্থ ডে গালের স্যাশেতে বার্থ ডে গার্ল আর মাথায় জন্মদিনের মুকুট। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে জায়গাটি সাজানো হয়েছে বেলুন দিয়ে। একসঙ্গে দুটি কেক কাটলেন তিনি। তবে একা নন, উপস্থিত ছিলেন তাঁর বন্ধু…