সঙ্গমের পরেই তলপেটে ব্যথা? রক্তপাত? জানেন কিসের ইঙ্গিত? ভয় পেয়ে যাবেন!
সঙ্গমের পরেই তলপেটে হালকা থেকে বেশি ব্যথা অনুভব করছেন? তাহলে এখুনি সাবধান হতে হবে! নয়ত ঘটে যেতে পারে ভয়ানক বিপদ। মহিলাদের শরীরে এই ব্যথা হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ ক্যানসারের ইঙ্গিত দেয় এই ব্যথা! সারা পৃথিবী জুড়ে মহিলাদের মধ্যে যত ধরনের ক্যানসার দেখা যায়, তার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে সারভিক্যাল ক্যানসার বা জরায়ুমুখের ক্যানসার রয়েছে চতুর্থ স্থানে। ভারতেও এই রোগের বিস্তার কম নয়। photo source collected