Marriage Death: বিয়ের পাঁচদিন আগে রক্তবমি করে মৃত্যু পাত্রের! মুহূর্তে বদলে গেল পরিবারের আনন্দের ছবি…
Marriage Death: উত্তরপ্রদেশের একটি হৃদয়বিদারক খবর প্রকাশ্যে। মহোবার শ্রীনগর থানার বিলখি গ্রামে এক ২৮ বছরের যুবকের রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে, বিস্তারিত জানুন… বিয়ের পাঁচদিন আগে রক্ত বমি করে মৃত্যু পাত্রের! মুহূর্তে বদলে গেল পরিবারের আনন্দের ছবি… মহোবা: বিলখি গ্রামের বাসিন্দা রাজকুমার দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। তার বিয়ে আগামী ৫ জানুয়ারি, ২০২৫-এ নির্ধারিত ছিল। পরিবারের সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। মাত্র দুই দিন আগে রাজকুমার দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন। তারপরেই রাতারাতি পরিস্থিতি বদলে যায়। রাতের বেলা হঠাৎ তার জ্বর আসে…

