Marriage Death: বিয়ের পাঁচদিন আগে রক্তবমি করে মৃত্যু পাত্রের! মুহূর্তে বদলে গেল পরিবারের আনন্দের ছবি…

Marriage Death: বিয়ের পাঁচদিন আগে রক্তবমি করে মৃত্যু পাত্রের! মুহূর্তে বদলে গেল পরিবারের আনন্দের ছবি…

Marriage Death: উত্তরপ্রদেশের একটি হৃদয়বিদারক খবর প্রকাশ্যে। মহোবার শ্রীনগর থানার বিলখি গ্রামে এক ২৮ বছরের যুবকের রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে, বিস্তারিত জানুন…

বিয়ের পাঁচদিন আগে রক্ত বমি করে মৃত্যু পাত্রের! মুহূর্তে বদলে গেল পরিবারের আনন্দের ছবি…

মহোবা: বিলখি গ্রামের বাসিন্দা রাজকুমার দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। তার বিয়ে আগামী ৫ জানুয়ারি, ২০২৫-এ নির্ধারিত ছিল। পরিবারের সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। মাত্র দুই দিন আগে রাজকুমার দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন। তারপরেই রাতারাতি পরিস্থিতি বদলে যায়।

রাতের বেলা হঠাৎ তার জ্বর আসে এবং অবস্থার অবনতি হতে থাকে। রক্তবমি শুরু হওয়ার পর পরিবার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে পথেই রাজকুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের তরফ থেকে অবশ্য চেষ্টার কোনও ত্রুটি রাখা হয়নি৷ প্রথমে তো পরিবার বুঝতেই পারছিল না ছেলে হঠাৎ এতটা অসুস্থ হয়ে পড়ল কীভাবে৷ এরপর স্থানীয় ডাক্তার এলে তিনি রাজকুমারকে হাসপাতালে ভর্তি হতে বলেন৷ সেই চেষ্টায় করেছিল তার পরিবার৷ কিন্তু শেষ রক্ষা আর হল না৷

খুব স্বাভাবিকভাবেই রাজকুমারের বাবা ভেঙে পড়েছেন।  তিনি এখনও ব্যাপারটা মেনে নিতে পারছেন না৷ তিনি বলছিলেন, “আমার ছেলের ৫ জানুয়ারি বিয়ে ছিল। আমরা খুব খুশি ছিলাম। গোটা পরিবার আনন্দে মেতে ছিল৷ কিন্তু এখন আর সেসব কোথায়? বিয়ের বদলে তার শেষকৃত্যের আয়োজন করতে হচ্ছে। সন্তান হারানোর দুঃখ কী করে বোঝাই? এই শোক আমরা কখনও ভুলতে পারব না।”

যে ছেলেটা দুদিন আগেও আর পাঁচ জনের মতো বিয়ের আনন্দে মেতে ছিল, সেই না কি নেই৷ রাজকুমারের পরিবারের সদস্যদের এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তাদের পছন্দের ছেলে চিরতরে বিদায় নিয়েছেন। আর কখনও ফিরবে না সে৷ তার আনন্দের বরযাত্রী এখন শোকের শবযাত্রায় পরিণত হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই আকস্মিক মৃত্যুর কারণ জানা বাকি।