ED-র ওপর হামলাকাণ্ডের প্রায় এক বছর, কেমন আছে সন্দেশখালি?

ED-র ওপর হামলাকাণ্ডের  প্রায় এক বছর, কেমন আছে সন্দেশখালি?

সন্দেশখালি: ED-র ওপর হামলাকাণ্ডের ১ বছর পর, সন্দেশখালি (Sandeshkhali News) গেলেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)। বললেন, যা হয়েছে, আর তাঁর মনে নেই। ভুলে গেছেন। কিন্তু, ১ বছর পর কেমন আছে সন্দেশখালি? অত্য়াচার করে যে চাষের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল, তা ফেরত পেয়েছেন বাসিন্দারা? নোনা জল ঢুকে যাওয়া জমিতে চাষ করতে পারছেন চাষিরা?

কেমন আছে সন্দেশখালি? 

বছর শেষে সন্দেশখালিতে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রী ভুলে যাওয়ার কথা বললেন ঠিকই। তবে সন্দেশখালির বাসিন্দারা বলছেন, বছরের পর বছর হওয়া অত্য়াচার এত সহজে ভুলবেন কী করে? সন্দেশখালিতে অত্য়াচার করে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন বহু মানুষ। তারপর গ্রামবাসীদের মন পেতে জমি ফেরত দেওয়ার কাজও শুরু হয়। কিনতু, সবাই কি জমি ফেরত পেয়েছেন? সেই জমিতে কি চাষ আবাদ করা যাচ্ছে? অনেকে জমি ফেরত দিয়েছেন। অনেকে বলছেন জমি ফেরত হয়েও চাষ হচ্ছে না।

সন্দেশখালির বাসিন্দা নরেন গিরি। তিনি বলছেন, “ভরাট করে দিল না। কী করে চাষ করব। একবার ধান চাষ করেছি। হয়নি। নোনা জলে কি আর চাষ হয়?” সন্দেশখালির বাসিন্দা কান্ত দাস বলছেন, জমি পেলেও, তা চাষ করার মতো অবস্থায় নেই। তাঁর অভিযোগ, “যেমন ছিল তেমনই আছে। জমিতে নোনা জল যেত। জমি ফেরত পেয়েছি। এবড়োখেবড়ো। মাটি দিয়ে বোজানোর প্রতিশ্রুতি দিয়েছিল। সেটা দেয়নি। চাষ করতে পারছি না। বুজিয়ে দিলে কাজ করতে পারি। BDO-কে বলেছিলাম। মাটি ভরাট না করে দিলে কীকরে চাষ করব।” আরেক বাসিন্দা জ্য়োৎস্না দাস বলেন, “মাটি না পেলে, জমি পেয়ে আর কী করব। ১ বছর হয়ে গেল। কোথায় মাটি, কোথায় JCB. জমি থেকে কী করব, চাষ তো হচ্ছে না।”

স্থানীয় বাসিন্দারা ক্ষোভের প্রেক্ষিতে প্রশাসনের গলায় শোনা গেছে শুধুই আশ্বাস। সন্দেশখালি ২ ব্লকের BDO অরুণকুমার সামন্ত বলেন, “আমরা মোটামুটি সবাইকে জমি ফেরত দিয়েছি। ২টো ১টা কোর্ট কেস আছে। যে গর্ত বলছে, এগ্রিকালচার মিটিয়ে দিয়েছে অনেকটাই, বাকিটা ইরিগেশন দেখছে।”  সন্দেশখালির বাসিন্দাদের ক্ষোভকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরাও। ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, “মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সেই সময় আমার মনে হয় যাওয়ার দরকার ছিল। ওখানকার মহিলাদের সাথে অন্য়ায় হয়েছে। জমিতে নোনাজল ঢুকিয়ে দিয়ে জমি দখল করা থেকে শুরু করে, একপ্রকার সাম্রাজ্য় যে… যে একটা গ্য়াং চালাত, তৃণমূলের একটা সিন্ডিকেট ওখানে চলত।”

(Feed Source: abplive.com)