Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
এলিয়েন ‘অবশ্যই’ আছে, জানালেন সুনীতা উইলিয়ামস, তাদের কি মানুষের মতোই দেখতে? উত্তর এল…
এলিয়েন ‘অবশ্যই’ আছে, জানালেন সুনীতা উইলিয়ামস, তাদের কি মানুষের মতোই দেখতে? উত্তর এল…

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে প্রাণধারণের পরিবেশ খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। মহাশূন্যের বুকে প্রাণ রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে দশকের পর দশক ধরে। এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। ভারত সফরে এসে নিজের শৈশব থেকে মহাকাশে সময় কাটানোর অভিজ্ঞতা যেমন তুলে ধরেছেন, তেমনই ভিন্গ্রহীদের নিয়ে নিজের মতামত জানাতেও কুণ্ঠা করেননি। (Sunita Williams on Aliens) ভারত সফরে এসে ইউটিউবার রাজ শামানির পডকাস্টে যোগ দেন সুনীতা। সেখানে একরকম সাহস করেই সুনীতাকে প্রশ্ন করেন রাজ যে, “মহাকাশে ভিন্গ্রহী…

Read More