Sourav Ganguly: কাব্যের ইতিহাস! এবার হারিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে..
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের অন্য়তম সফল অধিনায়ক। তবে কোচ হিসেবে অভিষেকটা কিন্তু মোটেই ভালো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ প্রিটোরিয়া ক্যাপিটালস হেলায় হারাল সানরাইজার্স ইস্টার্ন কেপ। যে দলের মালিক দয়ানিধি মারানের ভাইঝি কাব্য। ভারতের IPL-র মতো টি-টোয়েন্টি লিগ চালু হয়েছে দক্ষিণ আফ্রিকায়। নাম, এসএ২০। সেই টুর্নামেন্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল কাব্য় মারানের সানরাইজার্স ইস্টার্ন কেপ আর সৌরভের প্রিটোরিয়া ক্যাপিটালস। সৌরভ অবশ্য মালিক নন, প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ। সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৬ রান রান তোলের…

