পুজোর ছুটিতে ঘুরতে যাবেন! পর্যটকদের জন্য প্রস্তুত বন দফতরের ৩৫ রিসোর্ট
#কলকাতাঃ পুজোয় ভ্রমণপিপাসুদের জন্য সুখবর শোনাল বন দফতর। পুজোর ছুটিতে যারা যারা ঘুরতে যেতে চান, তাদের জন্য সবথেকে বড় সমস্যা হল পিক সিজনের হোটেল বুকিং। যে যে হোটেলের ভাড়া অফ সিজনে ২০০০-২৫০০ টাকার কাছে থাকে, তার ভাড়া এই পুজোর সিজনে বেশিরভাগ জায়গাতেই ৮০০০-৯০০০ টাকায় গিয়ে পৌঁছেছে। আকাশছোঁয়া হোটেল ভাড়ার চাপে, ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও রীতিমত বাধ্য হয়েই অনেককেই বাতিল করতে হচ্ছে অন্যান্য বুকিং। তবে এই পরিস্থিতিতেও স্বস্তির খবর শোনাচ্ছে বন দফতরের আওতায় থাকা নেচার রিসোর্টগুলি। পর্যটকদের স্বস্তি দিয়ে কোনওরকম ফ্লেক্সি…