পুজোয় সমুদ্রসৈকতে ভ্রমণের ইচ্ছে ? দীঘা, মন্দারমণির বদলে যেতে পারেন এখানে
পুজো এসেই গিয়েছে।বাঙালির মনে এখন সাজ সাজ রব। সঙ্গে ছুটির আনন্দও রয়েছে। বেশীরভাগ মানুষ এই সময় নিজের বাড়িতে থাকতে পছন্দ করলেও কেউ কেউ এই ছুটিকে কাজে লাগিয়ে ঘুরতে চলে যান। কেউ কেউ দূরে জন আবার কেউ কেউ কাছেপিঠেই ঘুরে আসেন। কেউ কেউ ঘুরতে যান পাহাড়ে আবার কারোর পছন্দ সমুদ্র সৈকত। আর সমুদ্র বলতেই প্রথমে মনে আসে দীঘা, মন্দারমণি। কিন্তু এর বাইরেও রয়েছে একটি দারুণ টুরিস্ট স্পট। যেটি অপেক্ষাকৃত কাছেও। আর সেই স্পটটি হল বকখালি (Bakkhali travel)। কলকাতা থেকে মাত্র…





