চকোলেট চিজ স্যান্ডউইচ থেকে ইডলি মাঞ্চুরিয়ান, দেখুন রেসিপি
প্রতিদিন একই খাবার দিতে থাকলে, টিফিন বক্স খালি হবে না। না খেয়েই বাড়ি চলে আসবে শিশু। এই নিয়ে বেশ চিন্তাতেই থাকেন মায়েরা। মনের মধ্যে প্রশ্ন একটাই স্কুলে প্রতিদিন শিশুদের কী নতুন নতুন খাবার দেওয়া যায়? প্রতিটি মা এই প্রশ্নের সঙ্গে সংগ্রাম করেন। যদি আপনার শিশুও লাঞ্চবক্সে রাখা খাবার শেষ না করে। তাহলে তাকে এই তিনটি ভিন্ন স্বাদের রান্না করে খাওয়ান। যা শিশুরা বেশ পছন্দ করবে, খালিও হয়ে যাবে টিফিন বক্স। চকোলেট চিজ স্যান্ডউইচ: ১) ব্রাউন ব্রেড – ৩ ২)…