Bangladesh: পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গি সংক্রমণ চলছে, জানিয়ে দিল ‘হু’! কোথায়?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে ডেঙ্গি-পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করেছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছেন বহু মানুষ। আক্রান্ত হয়ে দৈনিক হাসপাতালে ভর্তি হচ্ছে আরও বেশি। বাংলাদেশের এই ডেঙ্গি-পরিস্থিতিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গি সংক্রমণ বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ‘হু’! বুধবার ‘হু’ জানায়, এপ্রিলে সংক্রমণ শুরুর পর থেকে বাংলাদেশে এখনও পর্যন্ত ১ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ৬৫০ জনের মতো! কেন বাংলাদেশে ডেঙ্গি পরিস্থিতি এত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে?…