মা বিড়ি বাঁধতেন, মারা গিয়েছেন বাবা, ছেলে এবার IAS, ইউপিএসসিতে উজ্জ্বল স্থান
মা বিড়ি বাঁধতেন। ছোটবেলাতেই না ফেরার দেশে চলে গিয়েছিলেন বাবা। পদে পদে প্রতিকূলতা। চরম দারিদ্রতা। অন্য কেউ হলে হয়তো পড়াশোনাটাই মাঝপথে ছেড়ে দিতেন। তবে নন্দলা সৈকিরন একেবারেই অন্য ধাতুতে তৈরি। তিনি এই চরম দারিদ্রতার মধ্য়েও ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। আর সেই যুবকই এবার ইউপিএসসিতে সর্বভারতীয় স্তরে ২৭ তম স্থানে রয়েছেন। তিনি পেশায় ছিলেন হার্ডওয়ার ইঞ্জিনিয়ার। বাবা ছিলেন তাঁতি। কিন্তু নন্দলা যখন একেবারে ছোট্ট তখন তাঁর বাবা মারা যান। এরপর মা বিড়ি বেঁধে সংসার চালিয়ে তাকে মানুষ করেন। আর…