Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কলকাতার বুকে যেন এক টুকরো থাইল্যান্ড;খাঁটি থাই খাবারের অতুলনীয় স্বাদে রসনাতৃপ্তি
কলকাতার বুকে যেন এক টুকরো থাইল্যান্ড;খাঁটি থাই খাবারের অতুলনীয় স্বাদে রসনাতৃপ্তি

কলকাতা: শহরে বসে থাই খাবার খাওয়ার দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে তাজ সিটি সেন্টার নিউটাউন। কারণ Wykiki-তে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত চলবে ‘থাই অ্যাট কলকাতা’ (Thai At Kolkata)। অবিস্মরণীয় এবং অতুলনীয় খাঁটি থাই খাবারের এলাহি আয়োজনের মাধ্যমে শহরবাসীর রসনাতৃপ্তি হবে। থাইল্যান্ডের টক, মিষ্টি এবং মশলাদার স্বাদের খাবার উপভোগ করতে পারবেন। প্রেসিডেন্ট, মুম্বই- আইএইচসিএল সিলেকশনস-এর বিখ্যাত থাই প্যাভিলিয়ন রেস্তোরাঁর শ্যেফ সুবোধ জাফরিন গহতরাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে সুনিপুণ ভাবে থাই অ্যাট কলকাতা-র মেন্যু সাজিয়েছেন। যেখানে থাই…

Read More