থাইরয়েড প্রব্লেম নয়তো? আপনি কি এই রোগে আক্রান্ত?
ট্র্যাকিয়ার ওপরে গলার দু’পাশে যে দুটি গ্ল্যান্ড থাকে, তা হল থাইরয়েড গ্ল্যান্ড৷ দেখতে অনেকটা প্রজাপতির মতো৷ দেহে মেটাবলিজমে থাইরয়েড গ্ল্যান্ডের ভূমিকা অপরিসীম। এই গ্রন্থি থেকে নি:সৃত হরমোন একাধিক কাজ করে মানবদেহে। অল্প কাজেই যদি হাঁপ ধরে যায় তাহলে থাইরয়েডের প্রব্লেম হতেও পারে। ব্লাড টেস্ট করালেই থাইরয়েডের প্রব্লেম কিনা তা সহজেই বোঝা যায়। সঠিক নিয়মে ওষুধ খেলে তা নিয়ন্ত্রণে থাকে।