Thyroid : থাইরয়েড মানেই শুধু মোটা হওয়া নয় ! ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, জানুন লক্ষণ
কলকাতা : থাইরয়েড ( Thyroid )। শুনলেই মনে ভয় ! থাইরয়েড মানেই কি মোটা হয়ে যাওয়া , বা চেহারা শুকিয়ে যাওয়া ? না থাইরয়েডের আরও নানা লক্ষণ আছে, যা অনেকে জানেনই না। যার দরুণ শরীরে এই অসুখ বাসা বাঁধলেও অনেকে জানেনই না। আর রোগ বেড়ে যায় চুপিসাড়ে। সেই সঙ্গে বাড়তে থাকে জটিলতা। সারা বিশ্বে বহু মানুষই থাইরয়েডের সমস্যায় ভুগে থাকেন। বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল জানাচ্ছেন, এটি একটি অটো ইমিউনড ডিসিজ। কোনও বংশানুক্রমিক অসুখ নয়, জিনগত অসুখও নয়। বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ…