মানচিত্রে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ, চিনের হাতে অরুণাচলের ১১টি এলাকার নয়া নামকরণ
নয়াদিল্লি: সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে তিক্ত হয়েছে পারস্পরিক সম্পর্ক (Chinese Aggression)। সেই আবহেই সামনে এল উদ্বেগজনক খবর। অরুণাচলপ্রদেশে শুধুমাত্র ভারতের জমি দখলই নয়, সেখানকার আরও ১১টি অঞ্চলের নয়া নামকরণ করল চিন। গায়ের জোরে দখল করে নেওয়া অরুণাচলের বিস্তীর্ণ এলাকাকে একত্রে চিন ঝাংনান অর্থাৎ দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করছে বলে জানা গিয়েছে (Arunachal Pradesh)। চিনা স্টেট কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ীই নয়া নামকরণ চিনের অসামরিক মন্ত্রকের তরফে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করা হয়। তাতে অরুণাচলের ১১টি এলাকার নয়া নামকরণের প্রমাণ মিলেছে। চিনা,…