‘আমরা বাড়ি যেতে চাই’! চিনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে লাসা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিব্বতের সঙ্গে চিনের নানা প্রশ্নে বিরোধ। এবার কোভিড-প্রশ্নেও দেখা গেল সেই বিরোধ। কোভিড অতিমারির ভয়াবহতা থেকে অনেকটাই মুক্ত হয়েছে বিশ্ব। কমেছে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের হারও। কিন্তু চিনে অন্য পরিস্থিতি। তিব্বতের আঞ্চলিক রাজধানী লাসায় ৮০ দিনের উপর লকডাউন চালিয়ে যাচ্ছে চিনের কেন্দ্রীয় প্রশাসন। আর তার বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার জনতা। ইতিমধ্যেই পুলিস এবং জনতার মধ্যে কয়েক দফা খণ্ডযুদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। লকডাউনের কারণে লাসায় যাঁরা আটকে পড়েছেন তাঁদের অধিকাংশই মূলত পরিযায়ী শ্রমিক, কাজের সন্ধানে…