ব্লাড সুগার নিয়ন্ত্রণে হাতে এল যুগান্তকারী ওষুধ, সাহায্য করবে ওজন কমাতেও
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্লাড সুগার একালের এক সংকট। ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী। রোগটি নিয়ে নিয়মিত গবেষণাও চলে। সম্প্রতি এক নতুন ধরনের ওষুধের খোঁজ মিলেছে, যেটি প্রথাগত ভাবে কাজ করা ওষুধগুলির তুলনায় অনেক বেশি কার্যকরী। ওষুধটির নাম ‘টিরজেপাটাইড’। এই ওষুধটি ব্লাডসুগার নিয়ন্ত্রণ অন্য ওষুধের চেয়ে অনেক দ্রুত করে। এর আরও কার্যকারিতা আছে। ওষুধটি স্বাভাবিক ইনসুলিন-রিলিজিং এবং অ্যাপেটাইট-সাপ্রেসিং হরমোনের নিঃসরণও স্বাভাবিক রাখে। এর ফলে যেসব ডায়াবেটিস রোগী ওবেসিটি থেকে ভুগছেন তাঁদের ওজনও কমাতে সাহায্য করে এই ওষুধ। স্টকহোমে এই…