Australian Open: ৪৩-এও যেন লড়াকু যুবক, এক নম্বর হয়ে ইতিহাস লিখলেন বোপান্না
৪৩-এও তাঁর মধ্যে তরুণ্যের উচ্ছ্বাস। জেতার খিদে তাঁর মজ্জায়। বয়স যে শুধুই সংখ্যা মাত্র, সেটা বারবার প্রমাণ করে চলেছেন রোহন বোপান্না। এই বয়সে এসেও তিনি লিখে ফেললেন নতুন ইতিহাস। বিশ্বের সবচেয়ে বয়স্ক টেনিস প্লেয়ার হিসেবে পুরুষদের ডাবলস র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন বোপান্না। বুধবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছেই এই নজির গড়েছেন ভারতের টেনিস তারকা। বোপান্নার এই কৃতিত্বে উচ্ছ্বসিত মহেশ ভূপতি। তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রোহান বোপান্নার ২০ বছরের সফরে প্রথম বিশ্বের এক নম্বর হলেন। আমার মতে, এটা ভারতীয়…