মাধ্যমিকে প্রথম অর্ণব NEET পরীক্ষায় দেশের মধ্যে ১৯, ফাঁস করলেন রেজাল্টের রহস্য
বাঁকুড়া: NEET পরীক্ষায় দেশের মধ্যে ১৯ তম স্থান অধিকার করে তাক লাগালেন বাঁকুড়ার সিমলাপালের সিমলাপাল মদনমোহন হাই স্কুলের কৃতি ছাত্র অর্ণব পতি। এর আগে মাধ্যমিকে রাজ্যে প্রথম, উচ্চমাধ্যমিকে সপ্তম, NTSE পরীক্ষায় প্রথম, KVPY পরীক্ষায় ৭৮ এবং সাম্প্রতিক সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স অর্থাৎ NEET( ন্যাশনাল এলিজিবিলিটি কাম ইনট্রান্স টেস্ট) পরীক্ষায় ১৯ র্যাঙ্ক করলেন বাঁকুড়ার অর্ণব। মেধা তালিকায় উপরের দিকে জায়গা করে নেওয়া এক প্রকার অভ্যাসে পরিণত করেছে বাঁকুড়ার অর্ণব পতি। অর্নবের বাবা চঞ্চল কুমার পতি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা রুম্পা পতি…