গোপনে পরীক্ষা-নিরীক্ষা! শ্রীলঙ্কা থেকে ১ লক্ষ ‘বিপন্ন’ বাঁদর কিনছে চিন, দানা বাঁধছে সন্দেহ
কলম্বো: রাজনৈতিক অস্থিরতা কাটলেও, অর্থনৈতিক সঙ্কট কাটেনি এখনও পর্যন্ত। রাজকোষের সঙ্কুলান করতে নাকি তাই বন্যপ্রাণী বিক্রিতে এগিয়েছে শ্রীলঙ্কা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সে দেশের বিপন্ন বন্য প্রাণীদের হস্তগত করার অভিযোগ উঠছে চিনের বিরুদ্ধে (Endangered Monkeys)। একটি বা দু’টি অথবা একডজনও নয়, একসঙ্গে শ্রীলঙ্কা থেকে ১ লক্ষ বাঁদর কিনছে চিন। আর এই চুক্তি নিয়েই উঠছে প্রশ্ন। গোপন পরীক্ষা-নিরীক্ষা চালাতেই একসঙ্গে এত বাঁদর কেনা হচ্ছে বলে সন্দেহ মাথাচাড়া দিচ্ছে আন্তর্জাতিক মহলে (China-Sri Lanka)। বেসরকারি সংস্থার তরফে এই বাঁদর কেনার প্রস্তাব…