ধরাধাম থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, ১২৫ বছর পর হল প্রত্যাবর্তন, প্রকৃতির কোলে ফিরল এই পাখি
নয়াদিল্লি: মাত্র কয়েক দশক বা কয়েক বছর নয়, দীর্ঘ ১২৫ বছর ধরে নিরুদ্দেশ ছিল। সরকারি ভাবেও বিলুপ্ত ঘোষণা করে দেওয়া হয়েছিল। এতদিন পর আবারও পৃথিবীতে প্রত্যাবর্তন ঘটল তাকেহি পক্ষীর। নাদুস-নুদুস দেখতে এই পাখি উড়তে পারে না (Wildlife)। সম্প্রতি নিউজিল্য়ান্ডের দক্ষিণে পাহাড়-পর্বতে ঘেরা একটি দ্বীপের জঙ্গলে নারী-পুরুষ মিলিয়ে ১৮টি তাকাহে পাখি ছাড়া হয়েছে। লক্ষ্য একটাই, পাখির সংখ্যা বৃদ্ধি করা। (Bird Takahe) পাখি সংরক্ষণে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বিগত ১২৫ বছর ধরে ওই তাকেহি পাখির দেখা…