অনাহারে মৃত্যু, নাকি নেপথ্যে অন্য রহস্য, আটলান্টিক থেকে ভেসে এল ২০০০ শিশু পেঙ্গুইনের দেহ
নয়াদিল্লি: একটি বা দু’টি নয়, সমুদ্রতটে ভেসে এল কমপক্ষে ২ হাজার পেঙ্গুইনের দেহ। একদিনে নয় যদিও, পর পর ১০ দিন প্রায় ২ হাজার পেঙ্গুইনের দেহ ভেসে এসেছে উরুগুয়েতে। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে (Viral News)। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ কোনও রোগে আক্রান্ত হওয়ার প্রমাণ মেলেনি। তাই এত পেঙ্গুইনের মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে (Penguins Death)। যে ২ হাজার পেঙ্গুইনের মৃত্যু হয়েছে, সবক’টিই প্রায় শিশু, মেগাল্যানিক প্রজাতির। আটলান্টিক মহাসাগরে তাদের মৃত্যু হয়। পড়ে জলের তোড়ে এসে পড়ে উরুগুয়ের উপকূলে। সে দেশের পরিবেশ…