রূপান্তরিত পুরুষের কোলে সন্তান এল, কোনও অস্ত্রোপচার নয়, স্বাভাবিক পদ্ধতিতেই
নয়াদিল্লি: ব্রিটেনে ফের ইতিহাস গড়লেন রূপান্তরিত এক পুরুষ। প্রাকৃতিক ভাবে সন্তানধারণ এবং সন্তান প্রসব করে নজির গড়লেন তিনি। তাঁর পুত্রসন্তানের বয়সও দু’বছর হয়ে গিয়েছে। এতদিনে নিজের জীবনযুদ্ধের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। ব্রিটেনে এই নিয়ে চতুর্থ কোনও পুরুষ সন্তানের জন্ম দিলেন। নারী থেকে পুরুষ হয়ে ওঠা কেউ একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানধারণ করলেন এই প্রথম। কিন্তু এই অসম্ভব সম্ভব হল কী ভাবে, বিশদে ব্যাখ্যা করেছেন তিনি। এই মুহূ্তে খবরের শিরোনামে উঠে এসেছেন ওই রূপান্তরিত পুরুষ। (Transgender Man Gives…