Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নকশালবাড়িতে সালিশি সভায় আদিবাসী মহিলার ‘শ্লীলতাহানি’
নকশালবাড়িতে সালিশি সভায় আদিবাসী মহিলার ‘শ্লীলতাহানি’

সনৎ ঝা, দার্জিলিং :  নকশালবাড়িতে (Naxalbari) সালিশি সভায় আদিবাসী মহিলার ‘শ্লীলতাহানি’। গ্রাম বিবাদে সালিশি সভায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এরকম হয়েছে, দেখিনি দাবি গ্রাম পঞ্চায়েত সদস্যের। পুলিশের বিরুদ্ধে প্রথমে গুরুত্ব না দেওয়ার অভিযোগ। লিখিত অভিযোগ মিলেছে, তদন্ত চলছে, দাবি পুলিশ (Police) সূত্রে। পরের দিন ফের সালিশি সভায় (Salishi Sabha) মারধর। মারতে মারতে জামাকাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ। থানায় অভিযোগ, পাল্টা অভিযোগ। নকশালবাড়ি লোয়ার বাগডোগরা। প্রথম দিন থানা অভিযোগ নেয়নি বলে অভিযোগ। কংগ্রেসের (Congress) গ্রাম পঞ্চায়েত। প্রসঙ্গত, চোর অপবাদে ২ মহিলাকে…

Read More